ড্রিম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী তানজিম ইসলামের স্বপ্ন অবশেষে পূরণ হলো। প্রচণ্ড চেষ্টা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক্যাম্পাসে “নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং” বিষয় ভর্তির সুযোগ পেয়েছে ড্রিম পরিবারের এই সদস্য।
তানজিম ইসলামের এই অসামান্য অর্জনে ড্রিম স্কুল অ্যান্ড কলেজ পরিবার গর্বিত। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।