গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল; শিক্ষা মন্ত্রণালয় স্যারের সাথে “ড্রিম এডুকেশন কনসেপ্ট” দেশব্যাপী ছড়িয়ে দিতে করণীয় ও পদক্ষেপ বিষয়ে সম্প্রতি মত বিনিময় করেন মিঃ কাৎসুশি ফুরুসাওয়া, অধ্যক্ষ, নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ।