বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে ড্রিম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এক হয়ে কাজ করছে। আজ ড্রিম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত কো-অর্ডিনেটর মিঃ সোইচি কোনো সান জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে এক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
ড্রিম স্কুল অ্যান্ড কলেজ পরিবার শুধুমাত্র SDGs ব্যাজ বুকে ধারনই করে না; এর ১৭ টি Global Goals হৃদয়েও লালন করে।