দক্ষিণ কোরিয়া ভর্তির সুযোগ
ড্রিম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থী শায়েখ আল হাসান ফুল-ফ্রি স্কলারশিপে দক্ষিণ কোরিয়ার ডং-ইউই ইউনিভার্সিটির বুসান ক্যাম্পাসে “কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং” বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে।
শায়েখ আল হাসানের এই অসামান্য অর্জনে ড্রিম স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।