শিক্ষাবোর্ড বৃত্তি পেলো ছয় শিক্ষার্থী
মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সরকারিভাবে মেধাবৃত্তি (Talent Pool) ও সাধারণবৃত্তি (General) ফলাফল প্রকাশ করে। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ড্রিম স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষার্থী সাধারণবৃত্তি (General) ও ১ জন শিক্ষার্থী মেধাবৃত্তি (Talent Pool) লাভ করে।
উল্লেখ্য ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ড্রিম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। বৃত্তিপ্রাপ্ত এসব গর্বিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মিঃ কাৎসুশি ফুরুসাওয়া উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।