বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘এসএসসি-২০২৩’ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। "বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি" শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যায় ভর্তি কোচিংয়ে অভিজ্ঞ ড্রিম স্কুলের শিক্ষক।
দিনব্যাপি এই কর্মশালায় গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী উপস্থিত হয়। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সঠিক কৌশলসহ সহজতরভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পদক্ষেপ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালাটি শেষে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার উপাধ্যক্ষ জনাব মোঃ আনিছুর রহমান।