মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ট্যাব প্রদান করা হয়।
সেই মোতাবেক ড্রিম স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণির ৬ জন শিক্ষার্থীকে এই ট্যাব প্রদান করা হয়েছে, যারা ২০২২ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার সেকশনে প্রথম স্থান অধিকার করেছিল।
এই পুরস্কার তাদেরকে আগামীতে আরো ভলো করে লেখাপড়া করতে উৎসাহ যোগাবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম-
1. Afnan (9)
2. Nur-a-Jannut Nabila (9)
3. Pushpita (9)
4. Taspia Israt Druti (10)
5. Shuchana Roy Preety (10)
6. Shayan Howlader Sammyo (10)