একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাঙালি জাতির অহংকার। সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ড্রিম স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি”র অমলিন সুরে সুরে শিক্ষার্থীরা খালি পায়ে প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্প অর্পন করে। ভাষা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনার পর শহিদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এছাড়াও ড্রিম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একুশের চেতনায় উদ্দীপ্ত ও আরও অর্থবহ করতে বিভিন্ন রকম আয়োজন করা হয়। বাংলা ভাষার সঠিক ব্যবহারে উদ্ভূদ্ধ করতে দিনব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করা হয়। কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, মাতৃভাষা দিবস বিষয়ক কুইজ, অনুচ্ছেদ লিখন এবং বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।